অনন্ত প্রেম --রবিন্দ্রনাথ ঠাকুর
তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রুপে শত বার।
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
চিরোকাল ধরে মুগ্ধ হৃদয়
গাথিয়াছে গীতহার,
কত রুপ ধরে পরেছো গলায়,
নিয়েছ সে উপহার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রুপে শত বার।
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
চিরোকাল ধরে মুগ্ধ হৃদয়
গাথিয়াছে গীতহার,
কত রুপ ধরে পরেছো গলায়,
নিয়েছ সে উপহার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।